মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

নড়াইলের দীঘলিয়ার ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছে বিএনপি’র প্রতিনিধি দল

আরো খবর

নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের দীঘলিয়ার সাহাপাড়ায় হামলার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মন্দিরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার (২৩ জুলাই) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ৫টি পরিবারকে ১০ হাজার টাকা করে ৫০হাজার টাকা এবং দু’টি মন্দিরে ২০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপূণ রায় চৌধুরী, নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপি’র আহবায়ক জি এম নজরুল ইসলাম ও সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবিসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হলেও সেগুলো বিচার না হওয়ায় একই ঘটনা বারবার ঘটছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী হয়রানি করা হচ্ছে। হামলার সময় পুলিশের নীরব ভূমিকারও অভিযোগ বিএনপি নেতারা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ