নিজস্ব প্রতিবেদক:
‘পাচারের শিকার ব্যক্তির পাশে থাকি, নতুন জীবন গড়তে সহায়তা করি’-এই প্রতিপাদ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ও ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরণ বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে এ কর্মশালা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব একেএম মোখলেছুর রহমান বলেন, ‘সীমান্তবর্তী জেলা হিসেবে পাচারের জন্যে যশোর ঝুকিপূর্ণ। ভারতের সাথে সীমান্ত রয়েছে এমন ঝুকিপূর্ণ পাঁচটি জেলার প্রশাসন, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, বেসরকারি সংস্থা, আইনজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধির সমন্বয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন বিষয়ে জাতীয় পর্যায়ের কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা যশোরে অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের সুপারিশ ও প্রস্তাবনার সারসংক্ষেপ কর্মপরিকল্পনায় সংযুক্ত করে তা বাস্তবায়ন করা হবে।’
কর্মশালায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সমন্বয়ে চারটি দল পাচার প্রতিরোধ, বিচার, সুরক্ষা,অংশিদারিত্ব ও মূল্যায়ন বিষয়ে গুচ্ছ গুচ্ছ প্রস্তাবনা তৈরি করা করে। পরে তা মঞ্চে উপস্থাপন করা হয়।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে, শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে যাওয়ার জন্যে রিক্রুটিং অ্যাজেন্সি সরকারি নির্দেশনার চেয়ে অনেক বেশি টাকা নেয়। বিদেশে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ি কাজ ও বেতন পাননি শ্রমিকেরা। জমি বিক্রি করে ধার দেনা করে ওই টাকা তাদের যোগাড় করতে গিয়ে নিংস্ব হতে হয়। পরে সেটি অনিরাপদ অভিভাসন হয়ে যায়। এজন্যে বিনা অভিভাসন ব্যয়ে জনশ্রক্তি রপ্তানি করার জন্যে সুপারিশ করা হয়েছে।
কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবদুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডাব্লিউএলএ) সভাপতি আইনজীবী সালমা আলী ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডসেক বাংলাদেশের সভাপতি একেএম মাসুদ আলী। কর্মশালার উদ্দেশ্য উপস্থাপন করেন উইনরক বাংলাদেশের ডেপুটি চিফ অব পার্টি এইচএম নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান।
মনিরুল ইসলাম
২৩/০৭/২০২২

