শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মধ্যরাতে ঘরে ঢুকে নারীদের ধারালো অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে মধ্যরাতে জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা-বেঁধে ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে মুখোশধারী হাফপ্যান্ট ও গামছা বাহিনী। যদিও পুলিশ এটিকে গ্রীল কাটা চুরি বলে দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার এক্তারপুর গ্রামের মৃত- আলহাজ্ব ইসহাক আলী তরফদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ড্রয়ার ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সকালে খবর পেয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ৪/৫ জনের একদল দূর্বত্ত এ দূর্ধর্ষ কর্মকান্ডে অংশ নেয়। যাদের প্রত্যেকের পরণে হাফপ্যান্ট, কোমরে ও মাথায় গামছা বাঁধা ছিলো। এবং তারা সকলেই মুখোশধারী বলে ভুক্তভোগী পরিবার জানায়। এ ঘটনার পর থেকে এক্তারপুর গ্রামসহ আশপাশের এলাকায় মুখোশধারী হাফপ্যান্ট ও গামছা বাহিনী আতঙ্ক বিরাজ করছে। পরিবারের কর্তা মৃত আলহাজ্ব ইসহাক আলী তরফদারের স্ত্রী খুরশীদা বেগম জানান, মধ্যরাত আড়াইটার দিকে জানালার গ্রিল কেটে ৫ জন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে। তার স্বামী ৩ বছর আগে মারা গেছেন। তিনি এক মেয়ে ও এক নাতিকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। রাত আড়াইটার দিকে ঘরের ভিতর শব্দ হলে তাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় ঘরে হাফপ্যান্ট পরিহিত, কোমরে ও মাথায় গামছা বাঁধা মুখোশধারী ৫জন দূর্বৃত্ত তাদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসান বলেন, গ্রীলকাটা চোর চক্র জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে। তবে কি কি চুরি করেছে তা তদন্তের পর জানাযাবে। দূর্বৃত্তদের আটকে পুলিশি অভিযান চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ