অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে মধ্যরাতে জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা-বেঁধে ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে মুখোশধারী হাফপ্যান্ট ও গামছা বাহিনী। যদিও পুলিশ এটিকে গ্রীল কাটা চুরি বলে দাবি করেছে। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার এক্তারপুর গ্রামের মৃত- আলহাজ্ব ইসহাক আলী তরফদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় চোরেরা ড্রয়ার ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা ও ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সকালে খবর পেয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে যশোর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ৪/৫ জনের একদল দূর্বত্ত এ দূর্ধর্ষ কর্মকান্ডে অংশ নেয়। যাদের প্রত্যেকের পরণে হাফপ্যান্ট, কোমরে ও মাথায় গামছা বাঁধা ছিলো। এবং তারা সকলেই মুখোশধারী বলে ভুক্তভোগী পরিবার জানায়। এ ঘটনার পর থেকে এক্তারপুর গ্রামসহ আশপাশের এলাকায় মুখোশধারী হাফপ্যান্ট ও গামছা বাহিনী আতঙ্ক বিরাজ করছে। পরিবারের কর্তা মৃত আলহাজ্ব ইসহাক আলী তরফদারের স্ত্রী খুরশীদা বেগম জানান, মধ্যরাত আড়াইটার দিকে জানালার গ্রিল কেটে ৫ জন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে। তার স্বামী ৩ বছর আগে মারা গেছেন। তিনি এক মেয়ে ও এক নাতিকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। রাত আড়াইটার দিকে ঘরের ভিতর শব্দ হলে তাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় ঘরে হাফপ্যান্ট পরিহিত, কোমরে ও মাথায় গামছা বাঁধা মুখোশধারী ৫জন দূর্বৃত্ত তাদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ কে এম শামিম হাসান বলেন, গ্রীলকাটা চোর চক্র জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে। তবে কি কি চুরি করেছে তা তদন্তের পর জানাযাবে। দূর্বৃত্তদের আটকে পুলিশি অভিযান চলছে।

