রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বাল্যবিবাহ প্রতিরোধ করলো এসিল্যান্ড , বরকে কারাদন্ড, কনের বাবাকে জরিমানা

আরো খবর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে বাল্যবিয়ের চেষ্টা করায় বরকে ১৫ দিনের কারাদন্ড ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানজিলা আখতার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত  বর হানিফ মোল্যা (২৫) উপজেলার বৌবাজার এলাকার হায়দার আলীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানজিলা আখতার জানান, বুধবার দুপুরে উপজেলার আমডাঙ্গা গ্রামে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাজমিস্ত্রী হানিফ মোল্যার বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ৩ টার সময় আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে কনের বাবা আজগর মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বৌবাজার এলাকায় হায়দার আলীর বাড়িতে পৌঁছালে বরকে বিয়ের সাঁজে পাওয়া যায়। এসময় বর হানিফ মোল্যা তাঁর অপরাধ স্বীকার করলে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া  হয়।
 তিনি বলেন, অভয়নগরে বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেয়া হবে না।  এমন কোন জায়গা ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক,   বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রার বা কাজীদেরকে আইনের আওতায় আনা হবে।   উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সহ বাল্যবিবাহ নিরোধ কমিটি সংশ্লিষ্টরা সদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ