প্রেস বিজ্ঞপ্তিঃ আজ বেলা বারোটায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় পুকুরে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ নুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জাবি উপ উপাচার্য অধ্যাপক ডঃ শেখ মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ডঃ রাশেদা আক্তার, উপ রেজিস্ট্রার সানোয়ার হোসেন, উপ রেজিস্ট্রার আব্দুর রহমান, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রানলের উপ সচিব জোবায়দুল আলম, মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, জিল্লুর রহমান, সাইনার আলম, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ আবু তোহা, আলতাফ হোসেন, এস এইচ শামীম, মাহবুব আলম প্রমুখ। মৎস্য অবমুক্ত শেষে জাবি উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি ইঞ্চি ভূমি সর্বোচ্চ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন সেই পরিপেক্কিতে জাবির সকল পুকুর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ চাষের আওতায় আনা হয়েছে। মতবিনিময় সভায় জাবি এলামনাই ঢাকা জেলা শাখার সভাপতি মোঃ আবু তোহা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা র নির্দেশনা মোতাবেক মৎস্য অধিদপ্তর সারাদেশে বিভিন্ন জলাশয়ে মৎস্য অবমুক্ত করে সাধারণ মাছ চাষীদের মাঝে আগ্রহ সৃষ্টি করছেন এজন্য তাদের ধন্যবাদ জানাই। সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। বার্তা প্রেরকঃ সেলিম রেজা, প্রচার সম্পাদক জাবি এলামনাই ঢাকা জেলা
জাবি পুকুরে মৎস্য অবমুক্ত করণ

