নিজস্ব প্রতিবেদক:যশোরে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে জুতা দিয়ে মুখে আঘাত করার প্রতিবাদ করায় তার মেয়ে আফসানাকে (২৭) মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ জুলাই সদর উপজেলার পাগলাদহ গ্রামের মৃত মনিরুল ইসলামের বাড়িতে।
আসামিরা হলো, একই গ্রামের মোহাম্মদ শহীদের স্ত্রী মনোয়ারা বেগম মনু (৫৬), তার তিন ছেলে হাসান (৩৮), ইউসুফ (৩০), নুরু (২৭) এবং উজ্জলের স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
আফসানা এজাহারে উল্লেখ করেছেন, তার পিতা জয়নাল আবেদীন মারা যাওয়ার পর তিনি ও তার মা হালিমা খাতুন এবং স্বামী সন্তান নিয়ে পাগলাদহ গ্রামের মৃত মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। গত ২৭ জুলাই বিকেলে আসামি নুরু তাদের বাড়িতে এসে বাড়ির মালিক মনিরুলের মাকে জড়িয়ে তাদের নামে মিথ্যা অপবাদ দেয় এবং বাড়ি থেকে চলে যেতে বলে। এ সময় তার মা হালিমা খাতুন প্রতিবাদ করলে আসামি নুরু তার পায়ের জুতা দিয়ে তার মায়ের মুখে আঘাত করে। এ সময় তিনি প্রতিবাদ করলে সকল আসামিকে তাকে মারপিটে জখম করে এবং শ্লীলতাহানী ঘটনায়। এ সময় চিৎকার চেঁচামেচি হলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে তিনি এলাকার কয়েকজনকে জানিয়ে থানায় মামলা করেন।#
যশোরে নারীকে মারপিট করায় থানায় মামলা

