শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ১১বছর বয়সী স্কুল শিশু ছাত্রীকে জোর করে বিয়ে, থানায় অভিযোগ

আরো খবর

নওয়াপাড়া পৌর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোর করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক সন্তানের জনক হাফিজুর এর বিরুদ্ধে  । এ বিষয়ে ভুক্তভোগী শিশু ছাত্রীর মা রিক্তা  বেগম অভয়নগর থানায় একটা অভিযোগ করেছেন। অভিযুক্ত হাফিজুর উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকার মৃত শাহ আলমের ছেলে।
 অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫জুলাই ভিকটিম মিম আক্তার(১১) সহ উপজেলার বুইকরা ড্রাইভারপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্রী রিক্তা বেগম, পার্শবতী বুইকরা জগবাবুর মোড় এলাকার মৃত শাহ আলমের ছেলে হাফিজুরদের বাড়িতে বাদির খালু ও খালাকে সাথে নিয়ে দাওয়াত খেতে যায়। সেখানে ভিকটিমসহ বাদি ও বাদির খালু নূর ইসলাম এবং খালা হনুফা বেগমকে একটি ঘরে আটক করে রাখে। কিছু সময় পর স্থানীয় আল-হেলাল  ইসলামীয়া মাধ্যমিক স্কুলের ধর্ম শিক্ষক রুহুল আমিন ঐ ঘরে প্রবেশ করে। বাদির মেয়ে ভিকটিমের কাছে গিয়ে জোর করে একটি কাগজে স্বাক্ষর নেয়। পরবর্তীতে আসামি হাফিজুরসহ অন্য আসামিরা বাদির মেয়ের সাথে হাফিজুরের  বিয়ে হয়ে গেছে বলে বাদিসহ বাদির খালু খালাকে ঘর থেকে বের করে দেয়। এবং আসামিরা বলে কাউকে কিছু জানালে  ভিকটিম সহ সবাইকে খুন করা হবে। বাদি প্রানভয়ে নিরুপায় হয়ে বাড়ি এসে মেয়ে মিম আক্তারের জন্য কান্নাকাটি করতে থাকে। ঘটনার ৫দিন পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা ভিকটিম মিম আক্তারকে বাদির বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। এবং বিভিন্ন লোক মাধ্যমে হুমকি দিতে থাকে কাউকে এই বিষয়ে জানালে স্ব-পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। বাদি তার অভিযোগে আরো উল্লেখ করেন, তার মেয়ে নাবালিকা। আাসামি হাফিজুর(৩৫) তার ৯বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এবং তার মেয়ে মিম আক্তারকে ৫দিন আটক রেখে পাশবিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়েছে। উল্লেখ অভিযোগকারী বাদি রিক্তা বেগম গত ২৮জুলাই অভিযোগ দাখিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। অভিযোগটি নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তার স্বাক্ষরিত গত ৩১ জুলাই অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম শামীম হাসান কে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে আদেশ দিলে পুলিশ তদন্ত শুরু করেছেন। এবিষয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা  অভয়নগর  থানার পুলিশ উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আমি অভিযোগের বিষয়ে তদন্ত করছি। এবং দ্রুতই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি এখনো তদন্ত চলমান রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ