নিজস্ব প্রতিবেদক,
যশোরে জাতীয় শোকদিবস উপলে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা যুবলীগের আয়োজনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে শহরের টালিখোলা মাদরাসায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। যা চলবে আগষ্টজুড়ে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, দফতর সম্পাদক হাফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক ফিরোজ আলম, স্বাস্থ্য সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামারুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেল, পৌর কাউন্সিলর রাজিবুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, উপ শিা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম বনি, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান মৌমন, শহর শাখা সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।

