রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শার্শা কায়বা সীমান্তে ১০ টি সোনার বারসহ পাচারকারী আটক

আরো খবর

শার্শা প্রতিনিধি
যশোরের শার্শা কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ টি সোনার বারসহ হাসানুজ্জামান নামক ১ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মোটরসাইকেল সহ চোরাকারবারিকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত হাসানুজ্জামান পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামে বালুন্ডা হতে জামতলায় তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহলদল কর্তৃক ১.১০৮ কেজি ওজনের (১০০ ভরি) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ মোঃ হাসানুজ্জামান স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো আসামীর কোমরে নীল রং এর অভিনব কায়দায় তৈরিকৃত ব্যাগের মধ্যে বাঁধা অবস্থায় ছিল।
আটককৃত ১.১০৮ কেজি (১০০ ভরি) ১০টি সোনার বার এবং ০১টি মোটর সাইকেল এর আনুমানিক বাজারমূল্য- ৮৪,৫০,০০০/-(চুরাশি লক্ষ পঞ্চাশ হাজার  টাকা)। আটককৃত স্বর্ণ পাচারকারী, স্বর্ণের  বার এবং মোটর সাইকেল শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ