রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝুমঝুমপুর থেকে  চাকুসহ তিন যুবক আটক

আরো খবর

যশোর:
যশোরে চাকুসহ তিন যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টায় ঝুমঝুমপুর লিচুতলা ব্রিজ এলাকা থেতে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়ার মুনছুর আলীর ছেলে মিরাজ হোসেন ওরফে সজীব , তরফ নওয়াপাড়া গ্রামের আবু সাঈদ বিশ্বাসের ছেলে আসাদুল্লাহ বিশ্বাস ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে তানিম আহমেদ শান্ত। এসময় আটক মিরাজের কাছথেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ৩ আগষ্ট রাতে সংবাদ আসে ঝুমঝুমপুরে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে ও এলাকায় ত্রাস সৃষ্টি করে জনগনের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তার নেতৃত্বে একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে তারা স্বীকার করেন বিভিন্ন অপরাধের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ