যশোরে জেলি পুশ করা ২৪০ কেজি চিংড়ি জব্দ করেছে র্যাব। আজ রাত ১০ টার দিকে যশোর বেনাপোল সড়কের চাচড়া স্থানে একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিংড়ি ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন।
যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার লে. ক. এম নাজিউর রহমান জানান, র্যাবের কাছে গোগন খবর ছিলো সাতক্ষীরা থেকে ঢাকা কারওয়ান বাজারে যাবে মাছের ট্রাকটি। ওই চিংড়ি মাছে শরীরে অস্বাস্থ্যকর পরিবেশে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একাধিক টিম অবস্থান নেয় যশোর-বেনাপোল সড়কের রাজারহাট চাচড়া নামকস্থানে। আজ রাত ১০ টার দিকে চিংড়িমাছ ভর্তি তিনটি ট্রাক আসলে ঘটনার সত্যতা মেলে। অভিযানে থাকা সদর উপজেলা নিবার্হী অফিসার অনুপ দাস ট্রাকে থাকা চিংড়ি গুলোর শরীরে জেলি ঢুকিয়ে ওজন বৃদ্ধির অস্তিত্ব পান। এ সময় চিংড়ি মাছের ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনুমানিক ২৪০ কেজি জেলি পুশ চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস কর হয়েছে।
যশোরে জেলি পুশ করা ২৪০ কেজি চিংড়ি জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা

