আলী হোসেন.বেনাপোলঃ-
যশোরের বেনাপোল পরিবেশ সমাজ ও এলাকার অর্থসামাজিক উন্নয়নে নিরব বিপ্লব ঘটিয়ে মডেল হিসাবে ভুমিকা রেখে এগিয়ে যাচ্ছেন স্বর্নলতা যুব উন্নয়ন সমবায় সমিতি, এলাকার বেকার স্বামী পরিত্যাক্তা বয়ষ্ক সদশ্যরা খুঁজে পেয়েছেন জীবন জীবিকার ঠিকানা।
এতিম শিক্ষা প্রতিষ্ঠান, করোনা কালিন সংক্রমণ রোধে সচেতনতা তৈরি, ত্রান বিতরণ, বিধবা স্বাবলম্বী করতে, সেলাই প্রশিক্ষণ,সেলাই মেসিং বিতরন,রঙ্গিন এ্যাকোরিয়াম ফিস চাষ,প্রশিক্ষণ, বৃক্ষ রোপন কর্মসুচি,বৃক্ষ বিতরন,হাস পালন, গবাদি পশু চাষ,গরু মোটা তাজা করন,ইলকট্রনিক ট্রেনিং, ক্ষুদ্র ঋীন বিতরন সহ নানাবিধ সামাজিক উন্নয়নে অগ্রগামী ভূমিকা রেখে চলেছেন প্রতিষ্ঠানটি।২০১৬ সালে যাত্রা শুরুকরে এপর্যন্ত সদস্য সংখ্যা ১৮৫ জন, শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ সমস্ত উপকার ভোগী সদস্যরা হতাশা ফেলে আলোকিত জীবন পেয়ে রাখছেন সমাজে নানাবিধ ভুমিকা।
বর্তমান প্রতিষ্ঠানটির অফিসষ্টাপ ১০জন,
সভাপতি জাহানারা খাতুন, সহ সভাপতি শিরিনা খাতুন,সম্পাদক রওশনারা খাতুন, মহিলা সম্পাদক বৃষ্টি, কোষাধ্যক্ষ খালেদা খাতুন,কার্জকারী সদস্য দুজন,তাহাজ্জত হোসেন,হাসান ইমাম,সদস্য রফিকুল ইসলাম, আলী রসুল,সাগর হোসেন। উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন রনি,বজলুর রহমান, আঃরাজ্জাক।
আগামীতে দেশের মানুষের জীবন মান উন্নয়নে দৃহ প্রতিজ্ঞ প্রতিষ্ঠান টি নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন ১০ সদস্য কমিটির মাধ্যমে।
বাংলাদেশ সরকারের জনসম্পদ জনশক্তিতে রুপান্তরিত করতে সমবায় সমিতি উপর গুরুত্ব আরোপ করেছেন সমবায় মন্ত্রণালয়, সে নির্দেশনাকে কাজে লাগিয়ে শতভাগ সাফল্য অর্জনে বদ্ধপরিকর স্বর্নলতা যুব উন্নয়ন সমিতি।
সরকারের আর্থিক সহযোগিতা পেলে সমাজের অনেক প্রতিকূলতা পেরিয়ে বঞ্চিত গণমানুষের ভাগ্য উন্নয়নে ভুমিকা রাখতে পারেন প্রতিষ্ঠান টি এমনটাই আশা করেন পরিচালনা পরিষদ, সমবায় মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করে সভাপতি জাহানারা খাতুন বলেন, বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন, আমরা এ চেতনাকে শতভাগ কাজে লাগিয়ে সমাজের মানুষের নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট থাকবো।

