এম এ রহিম,বেনাপোল যশোর :-
মহান স্বাধীনতা রজত জয়েšী¿ ও ভারতে প্রজাতন্ত্র দিবসের ছুটিতে স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের পন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে বন্দর সড়কে আটকা পড়েছে শহ¯্রাধিক পন্যবাহি ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। পন্য খালাস করে ভারতে ফিরে গেছে ২৩৬টি ট্রাক।
বেনাপোল স্থল বন্দর উপ পরিচালক আব্দুল জলিল জানান, স্বাধীনতা দিবস ও ভারতে প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটির কারনে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে শনিবার থেকে সব ধরনের পন্য আমদানি রফতানি চলবে যথা নিয়মে। পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল রয়েছে বলে জানান তিনি।
