মনিরামপুর যশোর প্রতিনিধি :
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের দুইজন ইউনিয়ন পরিষদের মেম্বার কতৃক দেন মোহরের ৪০ হাজার টাকা নাটকীয় ভাবে আত্মসাৎ করেছে। বিষয়টি নিয়ে ভুক্তভুগি রওশন আরা’র মা শাহীদা বেগম বাদি হয় ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার বিএম মুস্তাফিজুর রহমান মিলন ও ৬ নং ওয়ার্ড মেম্বার আলমগীর সিদ্দিক কে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মনিরামপুর আমলী আদালতে মামলা দায়ের করেছে। আত্মসাৎ এর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলাচনা সমালাচনার ঝড় উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, মনিরামপুর উপজলার ঢাকুরিয়া ইউনিয়নর উত্তর পাড়া গ্রামের মিলনের ছেলে তানভীর রহমান (২৫) ও ঢাকুরিয়া গ্রামর মিজানুর রহমানের মেয়ে রওশন আরার (২০) সাথে ইসলামিক শরিয়ত মোতাবেক এবং পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে ৭/৭/২০২০ ইং তারিখ ৭০ হাজার টাকার দেনমোহর ধার্য করে বিবাহ হয়। কিন্তু সাংসারিক মনোমালিন্যের কারণে দুই পক্ষের মধ্যে প্রায় ঝগড়া বিবাধ লেগেই থাকতো এরই এক পর্যায়ে উভয় পক্ষ সিদ্ধান্ত হয় মেয়ে রওশন আরা কে তালাক করিয়ে নিবে। সেই জন্য এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আপোষ মিমাংসায় দেন মোহরের ৭০ হাজার টাকা মধ্যে ৪০ হাজার টাকা দিবে বলে সিদ্ধান্ত হয়। সেই আলাচনা সভায় উপস্থিত ছিলন ১নং ওয়ার্ডের মেম্বার বিএম মুস্তা্ফিজুর রহমান মিলন ও ৬ নং ওর্য়াডের মেম্বার আলমগীর সিদ্দিক। ২ দিন পর তারা নাটকীয় ভাবে মেয়ের পিতা মিজানুরকে বলেছে ছেলের পিতা মিলন দেনমোহরের ৪০ হাজার টাকা দিবে না। পারলে তোমরা তালাক নামা ছেলের বাড়িতে পাঠিয় দাও। আর ছেলের পিতা মিলন কে বলেছে তোমরা তাড়াতাড়ি টাকা আমাদের হাতে দাও নাহলে মেয়েরা আদালতে মামলা করবে। দুই ওয়ার্ড মেম্বার এর এমন অভিনয় করে ছেলে পক্ষের কাছ থেকে ৪০হাজার টাকা নিয়ে মেয়ে পক্ষকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি দিয়ে কোন কিছু বুঝতে না দিয়ে গত ৭/৭/২০২২ইং তারিখ যশোর বারান্দী পাড়া খালধার রোড কাজী দিয়ে মেয়ে রওশন আরা দিয়ে জোর করে ছেলে কে তালাক দেয়ায়। এরপর ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ ঘটনা জানতে পারে মেম্বর মিলন ও মেম্বার আলম ছেলেদের কাছ থেকে প্রতারনা করে ৪০ হাজার টাকা নিয়ে মেয়ে পক্ষকে একটি টাকাও না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছে ঘটনাটি নিয়ে ছেলের পিতা মিলনের পরিবার ও মেয়ের পরিবার মিজানুর রহমান ১০/০৮/২০২২ইং তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মনিরামপুর আমলী আদালতে মেয়ের মা শাহীদা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। যার মামলার নং সিআর ৬৪০/২০২২। মামলায় আসামী করা হয়েছে উত্তর পাড়া গ্রামর আঃ সামাদের ছেলে মেম্বার মুস্তাফিজুর রহমান মিলন ও সুবালকাটি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মেম্বার আলমগীর সিদ্দিক। বিষয়টি নিয়ে অসহায় পরিবারের সাথে প্রতারনা করে টাকা আত্মসাৎ করার ঘটনাটি প্রশাসনের সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির দাবী জানিয়ছেন পরিবার ও এলাকাবাসি। আলোচিত দুই মেম্বর টাকা আত্মসাতর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলাচনা সমালাচনার ঝড় উঠছ।

