নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি পালন করছে ঐতিয্যবাহী সরকারি মাইকেল মধুসূদন কলেজ। কর্মসূচির অংশ হিসেবে গতকাল কলেজের শিক্ষার্থীরা শেখ রাসেলের স্মরণে কলেজ ক্যাম্পাসে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করে। বিকালে দেয়ালিকা পরিদর্শন করেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মর্জিনা আক্তার। দেয়ালিকায় প্রিন্সিপালের বাণীসহ গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও কবিতা স্থান পেয়েছে।

