রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত 

আরো খবর

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে  বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‍্যালী , আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, নওয়াপাড়া প্রেসক্লাবসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের  নেতাকর্মীবৃন্দ।এরপর র‍্যালী  উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা  পরিষদের মিলনায়তনে দুপুর  ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন   এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার ,  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম শামীম হাসান , নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,  কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী , অভয়নগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ।  অপরদিকে একই সময়ে নওয়াপাড়া শংকরপাশা  সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল এর  সভাপতিত্বে  আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,  জেলা কমিটির সদস্য আরশাদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস সহ আওয়ামী লীগের  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতাল ও এতিমখানায়  বিনামূল্যে  উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ