রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে ইটের উপর বঙ্গবন্ধুর ছবি রেখে শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন   

আরো খবর

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহঃ
আজ ১৫ আগস্ট, সারা দেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়।সরকারি-বেসরকারি সায়িত্তশাসিত, আধা-সরকারি সকল প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করতে দেখা যায়। এরমধ্যে  সুন্দরপুর চাদবা একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দকে মাটির উপরে ইট রেখে তার উপর বঙ্গবন্ধুর ছবি দিয়ে সকলে মিলে সেই ছবিতে গাদা ফুলের মালা পরান।এ সময় তারা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণও করেন। ফোনের গ্যালারি থেকে একখানা স্থিরচিত্র ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নিজের ফেসবুক ওয়ালে পোষ্ট করেন। সেই সাথে স্ট্যাটাস দেন, “সুন্দরপুর চাদবা একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ “।পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এ কারণে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ৬ ঘন্টা পরে নিজের ফেসবুক ওয়াল থেকে এই পোস্টটি ডিলিট করে দেন। মাটিতে  ইট রেখে  সকলের পায়ের কাছাকাছি বঙ্গবন্ধুর ছবি রেখে তাতে পুষ্পস্তবক অর্পণ করা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে।অন্যান্য বিদ্যালয়ে যেমন ব্যানার তৈরী করে অনুষ্ঠান আয়োজন ও নানা কর্মসূচির  মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে ছবি তে সে ভাবে এই বিদ্যালয়ে ১৫ আগস্ট পালন করা হয়নি।বরং বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে তাচ্ছিল্লই করেছেন বলে স্পষ্টভাবে ফুটে উঠেছে ।
 বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সকালে আমার বিদ্যালয়ের শিক্ষকরা মিলে এভাবেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করি। ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার সত্যতা স্বীকার করে তিনি বলেন, পোস্ট করার কয়েক ঘন্টা পরে ব্যাপারটি ভালো হয়নি মনে করে ডিলিট করে দিই। ছবিটিতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন, হারুন-অর-রশিদ, আব্দুস সালামসহ অন্যান্য শিক্ষকদের দেখা যায় ফুল দিতে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহার নিকট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান শিক্ষকের এভাবে ফুল দেওয়া ঠিক হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার উত্তর তিনি দেননি। তিনি বলেছেন, আগামী কাল স্কুলে গিয়ে ঘটনাটি কি ঘটেছে জেনে তারপর বলব।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ