রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় পুলিশের অভিযানে মাদকসহ আটক- ১

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা ।। পাইকগাছায় থানা-পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ বিক্রেতাকে আটক করেছে। আটক ওই বিক্রেতাকে বৃহষ্পতিবার সকালে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রফিকুর ইসলাম জানান, পাইকগাছা থানার রাডুলী ইউনিয়নের রাড়ুলী (০৩ নং ওয়ার্ড) প্রধান সড়কের পাশে মাদক বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বুধবার বিকালে অভিযান চালাই। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাড়ুলী গ্রামের মৃত্যু বশির শেখের পুত্র আবুল শেখ (৬৮) কে আটক করা হয়। আসামীর জিজ্ঞাসাবাদে সে নিজ বসতবাড়ীর দেওয়ালে বাহির পাশের চম্বল গাছের গোড়ায় পাতার নিচ হইতে নিজ হাতে সাদা পলিথিনে মোড়ানো ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজা বের করে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান আটক ব্যক্তি দীর্ঘদিন মাদক বিক্রি করে আসছিলো। সে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখিয়া অপরাধ করায় তার নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ