এমএ রহিম
স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দু দেশের মধ্যে বিদ্যমান সোহার্দ সম্প্রীতির অংশ হিসেবে গতকাল বিকালে যশোরের বেনাপোল-পেট্টাপোল সীমান্তের জিরো লাইনে সু সজ্জিত বিজিবি বিএসএফের যৌথ প্যারেড প্রদর্শিত হয়। পরে যৌথ বিউগলের সুরে নামানো হয় ভারত ও বাংলাদেশের পতাকা। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বিজিবি যশোর রিজিয়ন্যাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভ’ইয়া, ভারতের ১৫৮ বিএসএফের কমাডেন্ট অরুন কুমার ও ১৭৯ বিএসএফের অধিনায়ক সুনীল কুমার । প্যারেডে অংশগ্রহনকারী বিজিবি বিএসএফ প্রতিনিধিদেরকে দেওয়া হয় বিশেষ সন্মাননা উপহার । #
