নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইল জেলার প্রতিটি ইউনিয়নে স্বল্প আয়ের মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ভর্তুকি মূল্যে (তৃতীয় পর্যায়ে) বিক্রয় শুরু হয়েছে। সদরের আউড়িয়া, চন্ডিবরপুর ও সিংগাশোলপুর, লোহাগড়া উপজেলার দীঘলিয়া এবং কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে এ কর্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার ৩টি পৌরসভাসহ ৪২টি ইইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।
শনিবার নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব ও কর্মচারিগনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পারিবারিক কার্ডধারী প্রত্যেক ব্যক্তি প্রতি লিটার ১১০ টাকা মূল্যে ২লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬৫ টাকা মূল্যে ২ কেজি ডাল ও প্রতি কেজি ৫৫ টাকা মূল্যে ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন।
জেলায় ২২ জন ডিলারের মাধ্যমে ৫৫ হাজার ৫৫০ টি পারিবারিক কার্ডধারী ব্যক্তির মাঝে ৯১দশমিক ১০০ মেট্রিক টন ডাল, ৯১ দশমিক ১০০ মেট্রিক টন সয়াবিন তেল, ২২দশমিক ৭৭৫ মেট্রিক টন চিনি বিক্রয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।##

