আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার কাটাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়ায় সরকারি জলমহল অবৈধ ও জবরদখল করে নেটপাটা ও ঘর নির্মাণ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দখলকারীদের বিরুদ্ধে কোন প্রতিকার না পেয়ে ইজারা গ্রহিতারা হতাশ ও চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। ইজারা গ্রহিতা বড়দল শিববাড়ি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুকুন্দ চন্দ্র মন্ডল জানান, ৮৮ নং মিত্র তেঁতুলিয়া মৌজার ১নং খাস খতিয়ানের ৩৪ দাগের ৭.০৭ একর জমি বাংলা ১৪২৯ সাল থেকে ১৪৩১ সাল পর্যন্ত তিনি ইজারা নিয়েছেন। ইউপি সদস্য জাহাঙ্গীর গং খালটি জবরদখল করতে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এব্যাপারে ৮ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহল কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করলে তিনি সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুসকে ইজারা গ্রহিতাদের দখল বুঝে দিতে নির্দেশ প্রদান করেন। সহকারি কমিশনার (ভূমি) উভয় পাক্ষকে ১৭ আগস্ট তার কার্যালয়ে আসতে নোটিশ করেন। কিন্তু জাহাঙ্গীর গং হাজির না হয়ে সময়ের আবেদন করেন। এবং সম্পূর্ণ বেআইনি ভাবে বৃহস্পতিবার সকালে লোকজন নিয়ে খালে নেটপাটা দিয়ে ঘর নির্মাণ করেন। মেম্বারের নেতৃত্বে রফিকুল হাজী, রবিউল, কামাল, হাসানুর, মামুন, উজ্জলসহ ৫০/৬০ জন রীতিমত দস্যুবৃত্তির কায়দায় ঘেরে অবস্থান করছেন। ঘেরে আটন দিয়ে প্রতিদিন মাছ ধরে লুটপাট করা হচ্ছে। ইজারা গ্রহিতারা ঘেরে দেলে রক্তক্ষয়ী সংঘর্ষ বা অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনা বিরাজ করছে। এব্যাপারে ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও ওসি সাহেবকে অবইহত করা হলেও তাদেরকে অবৈধ দখল ও লুটপাট করা থেকে বন্ধ করা হয়নি। নোটিশ প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) এর কাছে সময়ের আবেদন করে অবৈধ দখল ও লুটপাট করায় ইজারা গ্রহিতাদেরকে ঘের থেকে দখলচ্যুৎ করে মাছ লুটপাট করে তাদেরকে বঞ্চিত ও হুমকী ধামকী দিয়ে জীবনের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলান হয়েছে। এব্যাপারে মাননীয় জেলা প্রশাসক, এসপি, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকার কাছে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান হয়েছে। মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় মহাসচিব রফিকুল ইসলাম মোল্যা জানান, জালাইয়ের খালটি এর আগে যারা ইজারা গ্রহণ করেছিল তাদের সঙ্গে যোগসাজসে সাড়ে তিন একর জমি জবর দখল করে নিয়েছে। শুনেছি এবছরও সম্পূর্ণ জবরদখল করে নেট পাটা ও ঘর নির্মাণ করেছে। সরকারি নির্দেশ অমান্য করে বেআইনিভাবে জবর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

