রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

২১ শে আগস্ট গ্রেনেট  হামলার প্রতিবাদে বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আরো খবর

 বাগআঁচড়া প্রতিনিধি।। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২১শে আগষ্ট) বিকালে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনেরর উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ  মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে  সংক্ষিপ্ত সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের শার্শা  সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণত সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য নাসির উদ্দীন সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
এ বিক্ষোব মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ সভাপতি সাবেক মেম্বার আলী আহম্মেদ,সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকিব জাভেদ শুভ,তথ্য ও গবেষণা সম্পাদক শিপলু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই ইউনিয়নের আওয়ামিলীগ ছাত্রলীগ, কৃষকলীগের নেতা কর্মীরা।
এ সময় ২১ আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ