হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি ও ভেজাল দ্রব্য বিক্রি করার অভিযোগে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এ আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক। এসময় কালীগঞ্জ বাজারের থানা রোডে বিকাশ এন্টার প্রাইজ, শিশির এন্টার প্রাইজকে ১০ হাজার টাকা
করে এবং দুলাল মুন্দিয়া বাজারে জাহিদ এন্টার প্রাইজকে ৫ হাজার, খোকন এন্টার প্রাইজকে ১ হাজার এবং একটি মিষ্টির দোকানে এক হাজার টাকা করে মোট ৫ টি দোকানে জরিমানা করা হয়।ঝিনাইদহ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল
হক জানান, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলারদের বেশী
মুনাফা অর্জনের চেষ্টা নতুন কিছু না, কিন্তু বর্তমানে এর চর্চা যেন আরো বেশি আকারে শুরু হয়েছে। একদিকে অনাবৃষ্টি, আবার ডিজেলের দাম কৃষকের নাগালের অনেক বাইরে সেই সাথে ডিলারদের কারশাজিতে সারও কিনতে হচ্ছে বেশি দামে। সব মিলিয়ে কৃষক দিশেহারা।
এইসব অসাধু ব্যবসায়ীদের ধরতেই সোমাবার দুপুরে ঝিনাইদহের
কালীগঞ্জ উপজেলায় সার ব্যবসায়ীদের দোকানে মোবাইল কোর্ট

