শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের শার্শায় ২দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

আরো খবর

 

এম এ রহিম,বেনাপোল:- গল্প ও স্বপ্ন নয় সত্য ও বাস্তব। শেখ হাসিনার উন্নয়ন সহ শার্শা উপজেলার সব সেক্টরে কি কি উন্নয়ন হয়েছে ও চলমান রয়েছে এসবের ধারা বাহিকতা ধরে রাখতে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়ন শীল বাংলাদেশ ম্লোগানে যশোরের শার্শা উপজেলা সদরে প্রদর্শিত হচ্ছে ২দিনব্যাপি উন্নয়ন মেলা। ৪৪ স্টলে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয়েছে। শনিবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্ভোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন। পরে শার্শা বাজারে একটি র‌্যালি প্রদক্ষিন করে।
উপজেলা প্রশাসন শিক্ষা স্বাস্থ্য কৃষি সমবায় প্রানী,পশুসম্পদ,তথ্য ভৃমি,থানা পুলিশ ফায়ার মাদ্রাসা মহিলা অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্টান মেলায় অংশ গ্রহন করেন। ২দিন ব্যাপি চলবে উন্নয়ন মেলা। শত শত নারী পুরুষ শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভীড় জমছে মেলা প্রঙ্গনে। ষ্টলগুলো সাজানো হয়েছে ভিন্ন সাজে। কৃষি স্টল নজর কাড়ছে দর্শনার্থীদের।এখানে ফুল ফলদিয়ে নৌকা এবং মরিচ দিয়ে জাতীয় পতাকা সহ নানান ধরনের ফল ও ফুল দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। তবে অনেক স্টল সাদা মাঠা বলে জানান দর্শনার্থীরা। এধরনের উন্নয়ন মেলা শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে দেওয়ার আহব্বান দর্শনার্থীদের। মেলায় এসে খুশি বলে জানান শিক্ষার্থী ও দর্শনার্থীরা।রোকেয়া ফরিদা ও মৌসুমি বলেন জীবনে শেখার শেষ নেই। উন্নয়ন মেলা মানুষের জীবন যাত্রা ভাগ্য উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।
উন্নয়ন মেলায় আসা স্টল কর্তৃপক্ষরা বলেন ব্যাংক বীমা শিক্ষা প্রতিষ্টান সহ আধুনিকতার সব কিছু জানতে সহায়ক হচ্ছে মেলা। বিনামুলে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সেবা। উন্নয়ন অগ্রগতি শিক্ষা সাহিত্য ও বিনোদনের খোরাক যোগাচ্ছে মেলাটি
মেলা উদ্বোধন অনুষ্টানে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,্ইউএনও আলীফ রেজা,এ্যাসিল্যান্ড রাসনা শারমিন মিথি,শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ,কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল,ওসি বদরুল আলম,সমবায় কর্মকর্তা এ বিএস এম আক্কাস আলী,প্রানীসম্পদ কর্মকর্তা মাসুমা পারভিন,অধ্যাক্ষ ইব্রাহিম খলিল প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম মজ্ঞু বলেন.উপজেলা প্রশাসনের পক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরতে করা হযেছে এই আয়োজন।আগামীতে আরো বড় পরিসরে উন্নয়ন মেলা করার পরিকল্পনা রয়েছে। সরকার উন্নয়নের বুলি নয় বাস্তবায়নে বিশ্বাসী তারা। আজ সুফল পাচ্ছে জনগন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ