রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ :থানায় অভিযোগ 

আরো খবর

 নওয়াপাড়া পৌর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের দা-য়ের কোঁপে ছোট ভাই জখম হয়েছে। জানা গেছে, গত ২৪ আগষ্ট(বুধবার) সকাল আনুমানিক সাড়ে এগারো’টায়   পাওনা টাকা চাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে বড়ভাই  মোঃ জামাল হোসেন ফারাজী (৪১) তার ছোটভাই মোঃ বিল্লাল হোসেন ফারাজী(৩৮)কে মাথায় ও হাতে  কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায়  তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। তারা দুইজন গুয়াখোলা গ্রামের (প্রফেসরপাড়া) মোঃ সাহেব আলী ফারাজীর ছেলে। ভূক্তভোগী বিল্লাল হোসেনের স্ত্রী রেশমা বেগম (৩৪) জানান,আমার স্বামী একজন ফল ব‍্যবসায়ী। ব‍্যবসায়িক কাজের জন‍্য তিনি ইং-১০/০৮/২২ তারিখে বড়-জা মোমেনা আক্তার খুশির কাছ থেকে ৩০ হাজার টাকা ধার হিসেবে নেয়। এক সপ্তাহ পার না হতেই টাকা দেয়ার জন‍্য অনেক চাঁপ সৃষ্টি করে। পাওনাদার মোবাইল ফোনে আমার স্বামীকে হুমকি দিয়ে বলেন  এক্ষুনি আমার টাকা  দিতে হবে, তানাহলে তোমার  অসুবিধা আছে। হুমকি দেয়ার কিছুক্ষণ পর আমার স্বামী ১০ হাজার টাকা নিয়ে প্রফেসরপাড়া মোড়,বড়-জা মোমেনা আক্তারের দোকানে যায় তাকে  টাকা দেয়ার জন্যে। তিনি বলেন,আপাতত এই টাকা গুলো রাখেন বাকি ২০হাজার টাকা কয়েক দিন পরে দিব।একথা শুনে  মোমেনা আক্তার খুশি ও তার স্বামী জামাল হোসেন তেলে বেগুনে জ্বলে উঠে ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্বামী বিল্লাল হোসেন এবং  আমাকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।  বড়জা মোমেনা আকতার খুশির স্বামী জামাল হোসেন দোকান থেকে ডাবকাটা দা-নিয়ে এসে আমার স্বামীকে মাথায় ও বামহাতে কুপিয়ে মারাত্মক জখম করে। এ-ব‍্যাপারে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার মোঃশহিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ