ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে রিক্তা খাতুন (১৮) নামে এক গৃহবধুকে স্বামী কর্তৃক পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ওই গ্রামে ঘটছে ৩০ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায়। পুলিশ গৃহবধূর মরদেহ উদ্বার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে । নিহত রিক্তা খাতুন যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়েও ঘাতক স্বামী আকাশ খান ওরফে আসাদুল যশোরের ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে। নিহত গৃহবধূর মা রোকেয়া খাতুন পুলিশের কাছে অভিযোগ করে জানায়, তার মেয়ের স্বামী আকাশ মালোশিয়ায় ছিল। ১০ দিন আগে সে বাড়িতে আসে। ৩০ আগষ্ট মঙ্গলবার সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিল। হটাৎ করেই জামাই এসে বঠির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট কিনিকে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে আসেন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বেলা ৩ টায় রিক্তা মারা যায়।
এব্যাপারে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, পারিবারিক কলহের কারনে স্বামীর বঠির আঘাতে গৃহবধূ খুন হয়েছে। সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি।
