শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল মদসহ তিন ভারতীয় নাগরিক আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ২০ বোতল বিদেশি মদসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতার ভারতীয় নাগরিকেরা বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসায় বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন। বেনাপোল চেকপোস্টের ডিউটি ফ্রি দোকান থেকে মদগুলো কিনে যশোরের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
আটক তিন জন হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাসের ছেলে উত্তম দাস (২৮), উত্তম দাসের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই সুমন সরকার যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটিকালে একটি ইজিবাইকে সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করেন। এ সময় তাদের ব্যাগ থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।
শার্শা থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।#

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ