শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান

আরো খবর

একাত্তর প্রতিবেদক
যশোরে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। আজ সকাল ৮টায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রধাম ধাপে যশোরে এক লাখ ১৮ হাজার ৬০জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। প্রথম চালানে ৭৮ হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকী ডোজের টিকাও হাতে এসে পৌছাবে। এদিকে সকাল ৮টার আগেই টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালের কেন্দ্রে হাজির হন টিকা গ্রহণকারীরা। তারা লাইন দিয়ে একে একে টিকা গ্রহণ করেন। দুপুর আড়াইটা পর্যন্ত চলবে এ টিকা কার্যক্রম।
সিভিল সার্জন জানিয়েছেন, আজ জেলার ১২টি কেন্দ্রে ৩৬টি টিম টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছে। প্রথম দিনে জেলার চার হাজার টিকাগ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ম্যাসেজ গিয়েছে। তারাই আজ টিকা গ্রহণ করবেন।
এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা। তারা জানিয়েছেন, টিকা নেওয়ার পরও তারা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। একইসাথে তারা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ