শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ১৫ প্রতিষ্ঠানে ৩৮৫ কেজি পোনামাছ বিতরণ

আরো খবর

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৫টি প্রতিষ্ঠানে ৩৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণের লক্ষ্যে বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বরাদ্দের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গতকাল সোমবার দপুরে উপজেলা পরিষদ চত্বরে পোনামাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়েল অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের এক লাখ টাকা বরাদ্দের আওতায় উপজেলার প্রেমবাগ গুচ্ছগ্রাম পুকুরে ৩০ কেজি, প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, বগুড়াতলা জামে মসজিদের পুকুরে ৩০ কেজি, কোটা ফাজিল ডিগ্রী মাদরাসার পুকুরে ২০ কেজি, ভবদহ মহাবিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি, হিদিয়া আলিম মাদরাসার পুকুরে ২০ কেজি, এসআর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২৫ কেজি, চলিশিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পুকুরে ২৫ কেজি, ধোপাদী নূরানী হাফেজি কওমী মাদরাসা ও এতিমখানার পুকুরে ৩৫ কেজি, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি, শুড়িরডাঙ্গা মহাশ্মশান ও সিদ্ধাশ্রমের পুকুরে ৩০ কেজি, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি এবং দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি করে মোট ৩৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণের লক্ষ্যে বিতরণ করা হয়েছে। রুই, কাতলা, মৃগেল এই তিন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ