শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

করোনায় রোগীর জীবন বাচাতে ভারতের নজির বিহীন উদারতা- বেনাপোল বন্দর দিয়ে ট্যাংকার ভর্তি ৫শ টন তরল অক্সিজেন আমদানি

আরো খবর

এমএ রহিম
করোনা রোগীর জীবন বাচাতে আরো একবার হাত বাড়িয়ে দিল বাংলাদেশের বন্ধুপ্রতিমদেশ ভারত। ভ্যাকসিনের পর এবার অক্্িরজেন দিয়ে নজির বিহিন উদারতার দৃষ্টান্ত দেখালো মোদি সরকার। তাদের দেওয়া ট্যাংক ভর্তি তরল অক্সিজেন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা হচ্ছে । গত এক সপ্তাহে এসেছে ৫শ মেট্্িরকটন অক্্িরজেন। যা দেশের করোনা রোগী চিকিৎসায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।
বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, করোনায় ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনীয়ত বাড়ছে। ফলে ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সোহার্দ্য সম্প্রীতি ও বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশকে তরল অক্সিজেন দিচ্ছে ভারত। গত ৭দিনে এসেছে ২৯ ট্যাংকারে ৪৯৮টন অক্সিজেন। ১৩এপ্রিল থেকে শুরু হয় আমদানি। যার প্রতিটনের আমদানি মূল্য ১৬৫ ডলার।
বেনাপোল স্থলবন্দর পরিদর্শক ট্রাফিক এ কে এম সাইফ উদ্দিন বলেন, আগ্রাধিকার ভিত্তিতে তরল অক্সিজেনের চালান লোড আনলোড করা হচ্ছে। পাঠানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। এপর্যন্ত প্রায় ৫শ টন অক্সিজেনের খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাতে দিনে খালাস প্রক্রিয়া চলছে। দেশ ও জাতির স্বার্থে বন্দর কাষ্টমস,ব্যাবসায়ী ও বন্দর ব্যাবহারবারীরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। দুর্যোগ ও জাতীর দুর্দিনে জীবন বাচাতে অক্্িরজেন দিয়ে সহায়তা করছে বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত। ভারতের এ উদারতাকে সাধুবাদ জানান ব্যাবসায়ি নেতারা।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ