বেনাপোল প্রতিনিধি:যশোর-১ (শার্শা) আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন জাতি গঠনের মূল চালিকা শক্তি খেলা। শরীরকে সুস্থ সবল রেখে সকল কাজে মনোনিবেশ করার একমাত্র মূলমন্ত্র খেলাধূলা। যে ব্যক্তি নিয়মিত খেলাধূলা করে কর্মক্ষেত্রে থাকে সদা প্রফুল্ল । খেলাধূলা শরীর মনকে সবসময় সতেজ রাখে। যেকারণে প্রতিনিয়ত তার ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে থাকে অগ্রণী ভূমিকা। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দের প্রাধান্য একটু বেশিই দিয়েছেন। তিনি নিয়মিত যতœ নিচ্ছেন খেলোয়াড়দের। যেকারণে আজ বিশ^ দরবারে আমরা খেলার মাধ্যমে সোনার বাংলাদেশের নাম লিপিবদ্ধ করতে পেরেছি।
শুক্রবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আলোচনা সভায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, একমাত্র খেলোয়াড়রা পারেন খুব সহজে জাতিকে বিশে^র দরবারে পরিচয় করতে। এজন্য আমাদের সন্তানদের এখন থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে বড় করে তুলতে হবে। তাহলে জাতি পাবে একটি মাদকাশক্ত মুক্ত সুস্থ সবল জাতি আর বাংলাদেশ হবে বিশে^র দরবারে উচ্চতর সম্মানের গর্বিত দেশ।
বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তাজিমের উপস্থাপনায় অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ সামছুর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্য ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সদস্য জসীম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অহিদুর রহমান অপু, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সদস্য ও ক্রীড়াপ্রেমি দর্শকরা।
খেলাধূলা শরীর মনকে সতেজ রাখে : শেখ আফিল উদ্দিন এমপি

