বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক যশোর রোডের অপরুপ শিল্পকর্মের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আর এর মধ্য দিয়ে যশোরের ঝুলিতে যোগ হলো মুক্তিযুদ্ধের আরো আরো একটি মর্মস্পর্শি শিল্প কর্ম।
‘যশোর রোড’ মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার স্বপ্ন পূরণের পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথ চলার কান্তি সহ্য করতে না পেরে মারা যান। যশোর রোডের প্রতিটি ধূলিকণাও যেন সেইসব শরণার্থীদের কান্তির দুর্ভোগ পোহানোর সাী।
কাদামাটি মাখা মানুষের দলের সেই মর্মস্পর্শী বর্ণনা কবিতায় লিখেছেন বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ। এই দীর্ঘ কবিতার সাথে সুর দিয়ে এটিকে গানে রূপ দিয়েছিলেন তিনি। আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়কদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। এভাবেই বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন গিন্সবার্গ। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অ্যালেন গিন্সবার্গের গীতিকবিতায় মুক্তিযুদ্ধ, বাংলাদেশের শরণার্থী ও যশোর রোড হলেও তার সাথে সেপ্টেম্বর মাসটিও যুক্ত হয় ইতিহাসের অংশ হিসেবে। এ মাসে মহান মুক্তিযুদ্ধে কোটি মানুষের সেই ত্যাগ আর কষ্টকে শ্রদ্ধাভরে স্মরণ ও আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এক শৈল্পিক উদ্যোগ হাতে নেন। কাদামাটি মাখা মানুষের দলের সেই স্মৃতি ধারণে তিনি বেছে নেন কাদা মাটিকেই। মাটির শৈল্পিকতায় নান্দনিক টেরাকোটায় সেপ্টেম্বর অন যশোর রোডকে তিনি স্থাপন করেন ঐতিহ্যবাহী যশোর কালেক্টরেট ভবনে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়বে এই শিল্পকর্ম।
শনিবার সন্ধ্যায় এই নান্দনিক শিল্পকর্মের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহামান চৌধুরী, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন অর রশিদ সাধারণ সম্পাদক সাজেদ রহমান প্রেসকাবের সহ সভাপতি ওহাবুজ্জামান ঝন্টুসহ বিশিষ্টজনেরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয় গীতিনাট্য ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। এতে বৃটিশ রাজ ও পাকিস্তানিদের অত্যাচার, জেলজুলুম হত্যার বর্ণনা, নানা আন্দোলন সংগ্রামের কাহিনী সুনিপুণভাবে উপস্থাপিত হয়েছে।
‘সেপ্টেম্বর অন যশোর রোড’ নামের ইতিহাস শিল্পকলা একাডেমির মঞ্চে উপস্থাপন করেছে সাংস্কৃতিক সংগঠন শেকড়। মূল ভাবনায় ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। দর্শক সারিতে বসে এ গীতিনাট্য উপভোগ করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

