নিজস্ব প্রতিবেক
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সোহাগকে গ্রেফতার করেছে। সে যশোরের মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রী ফাতেমাকে হত্যার অভিযোগ রয়েছে। ফাতেমা যশোর জেলার অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা ইয়াছিন আলীর মেয়ে ফাতেমা খাতুনকে গত ১১ সেপ্টেম্বর রাতে স্বামী সোহান ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠে। মণিরামপুর দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহানের সাথে অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইয়াছিন আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহান যৌতুকের ৩লাখ টাকাার জন্য ফাতেমাকে চাপ দিতে থাকে। এক পর্যায় ফাতেমাকে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা হওয়ার পর সোমবার রাত সোয়া ৮ টায় সোহানকে মণিরামপুর বাসস্ট্যান্ট এন্ড এলাকা থেকে গ্রেফতার করে নিয়মিত মামলা মঙ্গলবার আদালতে সোপর্দ করে।#
যশোরে র্যাবের হাতে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার

