নিজস্ব প্রতিবেদক :
যশোরে উম্মুল মুমিন হযরত আয়শা সিদ্দিকী (রা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা ও মহিলা সমাবেশ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট কাজী মো. সায়েমুজ্জামান প্রধান অতিথি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন বুনিয়াদী মক্তব শিক সমিতির জেলা শাখার সভাপতি খাদিজা পারভীন, প্রশিক মোমিনুর নাহার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হযরত আয়েশা (রা.) ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বকনিষ্ঠা স্ত্রী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর (রা.) এর কন্যা। হযরত আয়েশা সিদ্দিকী (রা.) এর চরিত্র ও আদর্শ অতুলনীয়। তিনি তাঁর চারিত্রিক গুণাবলীর দ্বারা সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন। তাঁর মধ্যে বহু গুণের সমন্বয় ঘটেছিল। তিনি ছিলেন অনন্য সুন্দরী, ত্ণী মেধাশক্তি সম্পন্ন, সত্যের সাধক, আদর্শ স্বামী সেবিকা, সদালাপী। গরিব অসহায়দের দান সদকা করতেন। স্বামীর প্রেমও তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তাই বর্তমান সময়ের নারীরা আয়শা সিদ্দিকী (রা.) আদর্শ মেনে চললে সমাজে সকল নারীর অধিকার বাস্তবায়ন হবে।
যশোরে আয়শা সিদ্দিকী (রা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনাসভা

