শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শার বাগআঁচড়া গার্লস স্কুলএন্ড কলেজের বিধিবর্হিভুত ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে অনিয়মের মাধ্যমে বিধিবর্হিভুত ভাবে শার্শা উপজেলা বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক শাহানারা খাতুনের যোগসাজে একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লংঘন করে গোপনে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। স্কুল সংলগ্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নিকট জানতে চাইলে তারাও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত কোন বিষয় জানেনা বলে জানান । এ নিয়ে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এদিকে পকেট কমিটি গঠনের পর থেকে বিদ্যালয়ের অভিভাবকরা তা অবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে যথাযথ তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দেওয়া উচিত বলে সচেতন মহল জানান। নিয়মিত কমিটি গঠনের কথা থাকলেও প্রধান শিক্ষক সু-কৌশলে গোপনে প্রচার-প্রচারনা ছাড়াই গোপনে কাওকে না জানিয়ে সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, শিক্ষানুরাগী আবদুর রফিক, অভিভাবক সদস্য-নবকুমার কর্মকার ও সাঈদ হাসান, শিক্ষক প্রতিনিধি ফারুক হোসেন, সাইদুল ইসলাম, কাজল রেখা এবং অধ্যক্ষ শাহানারা খাতুনকে দিয়ে নব গঠিত বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কল এন্ড কলেজের পকেট কমিটি গঠন করা হয়েছে।অত্র কমিটি সম্পুর্ন বেআইনি এবং আইনের বহির্ভূত প্রকাশের অন্যাতম দিক। এমনকি, গঠিত কমিটি সম্পর্কেও এর আগে কাউকে জানানো হয়নি। এছাড়া নির্বাচনের জন্য কোন তফসীল ঘোষনা করা হয়নি। কিংবা তফসিল ঘোষনা করা হলেও তা গোপন রাখা হয়েছিলো। বিদ্যালয়ের শতকরা ৮০/৯০ ভাগ অভিভাবক সদস্য কমিটি গঠনের বিষয়টি জানেন না। শুধু তাই নয়, কমিটিতে যাদের অভিভাবক সদস্য হিসেবে রাখা হয়েছে, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যাহা কেও কোন শিক্ষাঅনুরাগী ব্যাক্তি নয়। তথ্য সূত্রে জানা যায়, স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন করেছেন বলেও জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটি না থাকায় যশোর শিক্ষাবোর্ড থেকে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ওই বিদ্যালয়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও বোর্ডের নির্দেশনা না মেনে গোপন রেখে, নির্বাচনের বিধান ভঙ্গ করে, তফসিল মনোনয়ন এবং নির্বাচনের সার্বিক বিধান অমান্য করে গত ১৪ আগস্ট উপজেলার বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক শাহানারা খাতুন এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠন করে বোর্ডে জমা দেন এবং কমিটি গঠনের পর থেকে দীর্ঘদিন ধরে বিষয়টি গোপন রাখেন। উক্ত বিষয়টি প্রধান শিক্ষক শাহানারা খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন। কেবলই রাজনৈতিক ইস্যুতে আভ্যন্তরীন কোন্দলে জড়িয়ে আমাকে দোষারোপ করা হচ্ছে।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ