অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে আব্দুল্লাহ হোসেন জিহাদ (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনো খোঁজ পায়নি তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১২ই সেপ্টেম্বর সোমবার অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা আব্দুর রহিম মজুমদার। সে অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনিয়নের বারান্দী গ্রামের আব্দুর রহিম মজুমদার ছেলে। সে পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র । অভয়নগর থানা জিডি নং ৫৬২। তারিখ ১২/৯/২২। জিডি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে বন্ধুর দেখা করার উদ্দেশ্যে রওনা দেয় জিহাদ। কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। কোনো সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এই মুঠোফোনে ০১৭১৮৮৬৮২৩৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার নানা শেখ মনিরুজ্জামান ।

