জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ হতে পুলেরহাট সড়ক রাজগঞ্জ-ঝিকরগাছা সড়ক ও হানুয়ার বটতলা মোড় হতে বাঁকড়া পর্যন্ত জনগুরুত্বপূর্ণ তিনটি সড়ক এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক তিনটির পিচ, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই বড় বড় গর্তে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে যান চলাচলের সম্পূর্ন অনুপযোগি হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও চলাচলের সম্পূর্ন অনুপযোগি জনগুরুত্বপূর্ণ এ সড়ক তিনটি মেরামতের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপরে।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার থেকে পুলেরহাট ও রাজগঞ্জ থেকে ঝিকরগাছা উপজেলা শহর পর্যন্ত এবং রাজগঞ্জ বাজার সংলগ্ন হানুয়ার বটতলা থেকে বাঁকড়া বাজার পর্যন্ত প্রধান এ তিনটি সড়ক জনবহুলের দিক থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ। ৫টি উপজেলার কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হল এ সড়ক তিনটি। সম্প্রতি এ সড়ক তিনটির পিচ, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার যানবাহন ও মানুষ চলাচলের মরণফাঁদে পরিণত হয়েছে।
বৃহত্তর এই সড়ক তিনটিতে চলাচলরত যাত্রীদের জীবনের কোন নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জনগুরুত্বপূর্ণ এ সড়ক তিনটির বেহাল অবস্থার কারণে কর্মজীবিসহ সাধারন মানুষ ও স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমত শিা প্রতিষ্ঠানে পৌছাতে না পারায় তাদের দৈনন্দিন পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যহৃত হচ্ছে। সেই সাথে নানা দুর্ঘটনার স্বীকার হচ্ছেন তারা। অথচ দীর্ঘদিন অতিবাহিত হলে গুরুত্বপূর্ন এ সড়ক তিনট সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপ।
যশোর শহরের সাথে সম্পৃক্ত বৃহত্তর রাজগঞ্জবাসীর সেতুবন্ধন এ তিনটি সড়ক ব্যবহারকারীরা প্রতিনিয়তই মারাত্মত দুর্ভোগের স্বীকার হচ্ছেন । এ সড়ক যন্ত্রনা থেকে মানুষ পরিত্রাণ পেতে জনদুর্ভোগের বিরুদ্ধে লিখে সংশ্লিষ্টদের ঘুম ভাঙ্গাতে সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এছাড়া যশোর শহরের সাথে ৫ উপজেলার নাগরিকদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বৃহত্তর এ তিনটি সড়ক।
সংশ্লিষ্ট বিভাগের চরম উদাসীনতায় শুধুমাত্র সংস্কারের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়ক তিনটি ব্যবহারকারি মনিরামপুর, কেশবপুর, কলারোয়া ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার কয়েক লাখ মানুষকে। প্রধান এ সড়কের মধ্যে খানে বড় গর্ত আর এ গর্ত অতিক্রম করতে গিয়ে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রধান এ সড়ক তিনটিতে বড় বড় গর্ত থাকায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাসসহ নানা ধরণের ভারি যানবাহন ও বালি ও পাথর বোঝাই ট্রাকসহ সাধারন পথচারিরা। এসকল যানবাহনের চালকদের অভিযোগ, রাজগঞ্জ অঞ্চলের ৫টি উপজেলার বৃহত্তর জনগোষ্ঠির চলাচলের প্রধান এ তিনটি সড়ক দীর্ঘদনি থেকে সংস্কারহীনতায় কারনে চলাচলের সম্পূর্ন অনুপযোগী হয়ে আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কারণে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। রাজগঞ্জ বাজারের সাথে সংযোগ স্থাপনকারী প্রায় ৬০ কিলোমিটার বৃহত্তর এ তিনটি সড়কের প্রায় অংশে বড় বড় গর্তে পরিণত হলেও রহস্যজনক কারণে দীর্ঘদিন পার হলেও মেরামত বা সংস্কার করা হয়নি জানিয়েছেন ভুক্তভোগি এলাকাবাসী।
তারা এ প্রতিনিধিকে জানান, অর্থনৈতিক েেত্র গুরুত্বপূর্ণ অবদান রাখা এ সড়ক তিনটি সংস্কার বা মেরামত না হওয়ায় ব্যবসা বানিজ্য ও সার্বিক উন্নয়ণের দিক থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে রাজগঞ্জ, হরিহরনগর, চালুয়াহাটি, মশ্মিমনগর, খেদাপাড়া, রোহিতা, কাশিমনগর ও ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। অর্থনৈতিক সমৃদ্বি জীবনমানের উন্নতির জন্য এ সড়ক তিনটি দ্রুত মেরামত করা প্রয়োজন বলে মনে করেন তারা। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপ যেন দ্রুত সময়ের মধ্যে প্রধান এ সড়কগুলো মেরামতের সার্বিক ব্যবস্থা করবেন।
এব্যাপারে ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম রসুল চন্টা জানান, অত্যান্ত জনগুরুত্বপূর্ণ এ তিনটি সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়েছে। সড়ক তিনটির পিচ, খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। সম্প্রতি মাছের খাদ্য বোঝাই একটি যানবাহন উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এঘটনায় গোবিন্দ নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা যায় এবং চালক মারাত্মক আহত হয়। ফলে প্রধান এ সড়ক তিনটির পিচ খোয়া ওঠে যাত্রীবাহী বাস ট্রাক ও মানুষ চলাচলের মরণফাঁদে পরিণত হয়েছে।
এব্যাপারে ঝাঁপা ইউপির বার-বার নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টুর জানান, এ সড়ক তিনটির বর্তমান যে অবস্থা তাতে যাত্রীবাহী যানবাহনসহ সাধারন মানুষের চলাফেরা করা বড়ই কঠিন হয়ে পড়েছে। চলাচলের অনুপয়োগি এ সড়ক তিনটির কারণে এলাকার অপরাধ কর্মকান্ড দমন করতে মারাত্মকভাবে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক তিনটি মেরামত করা প্রয়োজন বলে মনে করেন এ জনপ্রতিনিধি।
এ ব্যাপারে মনিরামপুর প্রকৌশলী বিদ্যুৎ কুমার সরকার জানান, রাজগঞ্জ হতে বাঁকড়া পর্যন্ত সড়কের কাজ চলমান রয়েছে। পাশাপাশি রাজগঞ্জ পুলেরহাট সড়ক ও রাজগঞ্জ ঝিকরগাছা সড়কের কাজের প্রস্তুুতি চলছে।

