যশোর প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ ও সম্প্রীতি র্যালী করেছে যশোর যুবলীগ। বুধবার বিকালে জেলা যুবলীগের উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। সভায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
