শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে কমিউনিটি পুলিশিং ডে’র সমাবেশে পুলিশ সুপার- অপরাধ করে কেউ পার পাবে না

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক
“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা ও সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার।
কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশিং কমিটির উপদেষ্টা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন,জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমীন প্রমুখ।
সভায় পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা গ্রাম অঞ্চলের অপরাধের তথ্য পাই এবং আইন প্রয়োগ করতে পারি। দিন দিন এ সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। সাধারণ মানুষকে আমাদের ম্যাসেজ একটাই অপরাধী কোন দলের হয় না, ফলে অপরাধ করে কেউ পার পাবে না। এজন্য পুলিশের সাথে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ