কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এক কর্মী সমাবেশ বৃহস্পতিবার বিকালে দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের নেতা অজিত কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন।
আওয়ামীলীগ নেতা সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্যের সঞ্চলনা আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ স¤পাদক রমেশচন্দ্র দত্ত, আওয়ামীলীগ নেতা মশিয়ার রহমান গাইন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমজাদ হোসেন ও শামসুন্নাহার লিলি, আ,লীগ নেতা ও ১নং ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেখ ওয়াহিদুজ্জামান মিন্টু, আ,লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন মোড়ল, রেজাউল ইসলাম, কালিমউল্লাহ বিশ্বাস, নাজির হোসেন, সিরাজুল ইসলাম, বাসুদেব, ইউপি সদস্য আব্দুস সাত্তার ও শ্রমিক নেতা রহমত আলী প্রমুখ। এসময় ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন ভালুকঘর উত্তর পাড়া সার্বজনীন শিবমন্দির সংলগ্ন মাতৃ মন্দিরে অনুষ্ঠিত শ্যামা পূজা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু উপস্থিত ছিলেন।

