শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে আ.লীগের সমাবেশ ২৪ নভেম্বর থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরো খবর

একাত্তর ডেস্ক: যশোরসহ সারাদেশে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই কর্মসূচি শুরু হবে যশোর থেকে। আগামী ২৪ নভেম্বর যশোর সামাবেশ আয়োজন করার দিন ধার্য করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে সংগঠনের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেন। এব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম হুমায়ন কবির কবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও পর্যন্ত দপ্তরিক কোন নির্দেশনা আসেনি। তবে মিডিয়ার মাধ্যমে আরাও জেনেছি যশোরে সমাবেশের কথা। সমাবেশের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রজন্ম একাত্তরকে বলেন, রাতে সংগঠনের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, সমাবেশ যশোর অথবা নাড়াইলে হবে ”আপনারা প্রস্তত থাকুন”।
এদিকে সকালে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব দ্রুতই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। গণভবনে জেলায় যেভাবে বর্ধিত সভা করে; সেভাবে প্রতি সপ্তাহে একদিন দুই জেলার সভা গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্মেলনের প্রক্রিয়া নিয়মিত ঘটনা। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশের কোনো ঘটনা নয়।
বিপ্লব বড়ুয়া বলেন, ২৪ নভেম্বর যশোর, ৪ ডিসেম্বর চট্টগ্রাম ও ৭ ডিসেম্বর কক্সবাজার আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিন। জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি সকল নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে থাকবেন।

তিনি বলেন, জাতীয় কাউন্সিলকে সফল ও সুচারুরূপে করতে ১১টি উপ-কমিটি করা হয়েছে। কাউন্সিলের পূর্ব মেয়াদোত্তীর্ণ সহযোগী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সভানেত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেে সহযোগী কমিটির সম্মেলনের তারিখ নির্ধারিত হবে।

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ