নিজস্ব প্রতিবেদক: যশোরের আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীকের পে গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। গতকাল সুজলপুর ও মালঞ্চি বাজারে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, উপদেষ্টা সদস্য আবুল হোসেন খান, সদস্য সামির ইসলাম, কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা পারভীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য ইব্রাহিম হোসেন বিন্তু, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক নাজমুল হুদা পনির, জেলা শ্রমিক লীগের সহসম্পাদক মাসুম রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিন মীর, ইউনিয়ন যুবলীগের সদস্য গফ্ফার সরদার প্রমুখ।
