শার্শা প্রতিনিধি: স্থলপথে নানান হয়রানির হাত
থেকে বাচতে বেনাপোলে ট্রেনে বেড়েছে ভারতীয় চাল ডাল গম বীজ ও
মটরযন্ত্রাংশ সহ বিভিন্ন ধরনের পন্য আমদানি। প্রতিনীয়ত রেলে মালামাল
আমদানি বেড়ে যাওয়ায় বেনাপোলে গত ৬মাসে রেলে আয় হয়েছে সাড়ে
১৩কোটি টাকা। এসময় পন্য পরিবহন হয়েছে ১লাখ ৮০হাজার মে:টন।
এভাবে রেলে পন্য আমদানি বাড়লে বানিজ্য সহজ হবে বলে জানান বন্দর
সংশ্লিষ্টরা কমেছে পন্য চোরাচালান-তবে জায়গা সম্প্রসারন সহ শেড
ও ইয়ার্ড নির্মানের দাবী বন্দর ব্যাবহারকারীদের।
ব্যাবসায়ি নেতা-আজিম উদ্দিন গাজি ও আব্দুল লতিফ- বলেন বেনাপোল
স্থলপথে বেড়েছে ভারতের সাথে পন্য আমদানি রফতানি। জায়গা স্বল্পতার
কারনে বাড়ছে পন্য ও যানজট। এসময়ে রেলে পন্য আমদানি বেড়ে যাওয়ায়
বন্দরে কিছুটা কমছে পন্যও যানজট। উপকৃত হচ্ছেন ব্যাবসায়িরা-
রেল ষ্টেশন মাষ্টার সাইদুজামান সহিদ.বলেন.করোনা পরবর্তীতে বেনাপোল
স্থলপথে রেলে পন্য আমদানি বেড়ে যাওয়ায় মোটা অংকের রাজস্ব পাচ্ছে
সরকার। ব্যাবসায়িরা যাতে রেলে পন্য আমদানিতে উৎসাহিত হয় এজন্য
বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ ।
সড়ক পথের পাশাপাশি রেলে পথে দু দেশের মধ্যে ভারতীয় পন্য আমদানির
সাথে বাংলাদেশি পন্য রফতানির সিদ্ধান্ত হয়েছে। ফলে এ থেকে উপকৃত
হবে উভয় দেশ এমটাই জানান ভারত ও বাংলাদেশ চেম্বার অব কমার্সের
পরিচালক মতিয়ার রহমানসহ বাবসায়ি নেতারা।
স্থলপথে হয়রানির থেকে বাচতে বেনাপোলে রেলে বেড়েছে ভারতীয় পণ্য আমদানি,৬মাসে আয় হয়েছে সাড়ে ১৩কোটি টাকা

