প্রতিনিধি :উৎসবমুখর পরিবেশে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। তবে কেন্দ্রে নেই সিসি ক্যামেরা।
জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর আরশাদ আলী রহমান গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। এরপর এই পদে উপনির্বাচনের উদ্যোগ নেয়া হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহারুল ইসলামের বিপক্ষে শহীদুজ্জামান শহীদ ও আসাদুজ্জামান খোকন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ইউনিয়নের ৩২ হাজার ৮০০ ভোটার ১৬টি কেন্দ্রে ইভিএমে মাধ্যমে ভোট প্রদান করবেন।
এদিকে সকাল থেকেই লাইনে সারিবদ্ধ হয়ে ভোট প্রদান করছেন নারী ও পুরুষ ভোটাররা। কোন প্রকার ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন বলে জানিয়েছেন তারা।
প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, সকাল ৮টা থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ইউনিয়নের ১৬টি কেন্দ্রের কোথাও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়নি।
কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি আনসার ও র্্যাব কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন।

