একাত্তর প্রতিবেদক
যশোরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে ৭ কোটি ৭১ লাখ ২৪ হাজার টাকা অবসর কল্যাণ ভাতা প্রদান করা হয়েছে। শনিবার সকালে যশোর কালেকটরেট স্কুলের সভাকক্ষে ২১৫ জন শিক্ষ-কর্মচারীর মাঝে (ইএফটিপির মাধ্যমে) এই ভাতা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ট্রাস্টের সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। সভায় বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়।

