শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

রাজগঞ্জে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, ট্রাক জব্দ

আরো খবর

 

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাট জেলার সদর ও রামপাল থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আতিয়ার শেখ, শরিফুল ইসলাম ও মল্লিক রহমত আলী।
পুলিশ সূত্রে জানা যায়, জানা যায়, গত ৩ অক্টোর রাত নয়টার দিকে রাজগঞ্জ বাজারের ধান-পাট ব্যবসায়ী ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আসাদ তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। রাত দুইটার দিকে রাজগঞ্জ বাজার থেকে একই গ্রামের মাইক্রো চালক ইকবাল হোসেন বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি দেখেন দোকানের মালিক নেই অথচ তালা খুলে ট্রাকে পাট বোঝাই দেয়া হচ্ছে। বিষয়টি তার সন্দেহ হলে ওই রাতেই দোকান মালিক আসাদুজ্জামান আসাদকে খবর দেন।
দোকান মালিক দ্রুত স্থানীয় পুলিশকে খবর দেয়। খরব পাওয়া মাত্রই রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বানী ইসরাইলের নেতৃত্বে টহলরত একদল পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায় উপজেলার রোহিতা ইউনিয়নের মদনপুর কলেজ মোড় এলাকায় পাট বোঝাই ট্রাকটি ফেলে চোরেরা পালিয়ে যায়। পরে ঢাকা মেট্রো-ন- ১৯-৩৪৩৯ নম্বরের ট্রাকটি জব্দ করে পুলিশ তদন্ত কেন্দ্রে আনা হয়। এরপর জব্দকৃত ওই ট্রাক থেকে চুরিকৃত ৬০ বস্তা পাট উদ্ধার করা হয়।
এঘটনায় আসাদুজ্জামান বাদি হয়ে গত ৪ অক্টোবর সকালে মনিরামপুর থানায় অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে একটি মামলা করেন। যার মামলা নং-৩। ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০। এদিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসআই আশিক ও এএসআই ইমরান হোসেন গত ১ নভেম্বর বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে সদর থানার সৈয়দপুর গ্রামের আছির উদ্দিন শেখের ছেলে আতিয়ার রহমান শেখ ও চুলকাটি গ্রামের জালাল শেখের ছেলে শফিকুল ইসলাম এবং রামপাল থানার পবনতলা গ্রামের মল্লিক জয়নাল আলীর ছেলে মল্লিক রহমত আলীকে গ্রেফতার করেন। এসময় ডাকাতির কাজে ব্যহ্নত ঢাকা মেট্রো-ন- ১৯-৩৪৩৯ নম্বরের একটি ট্রাক ও তাদের ব্যহ্নত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ডাকাতদের স্বীকারোক্তি নিয়ে ২ নভেম্বর সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এএসআই ইমরান হোসেন।

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ