শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে গরু নিয়ে প্রতারণা প্রতারক আটক

আরো খবর

 

বিশেষ প্রতিনিধি
গরু বিক্রয়ের কথা বলে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়া রাখার অভিযোগে প্রতারক কামরুল মোল্লাকে গ্রেফতার করেছে পিবিআইয়ের একটি চৌকসদল। ৫ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০টায় ঝিনেদা জেলার কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের জনৈক নুর আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার মোল্যার ছেলে।
গ্রেফতার কালে অভিযুক্তের স্বীকারোক্তি মোতাবেক নুর আলীর বাড়ীর গোয়ালঘর থেকে মিন্টু সরদার এর কাছ থেকে প্রতারণা পূর গত ১ আগষ্ট হতে ২২ আগস্ট পর্যন্ত হাদিউজ্জামান @ চিমি, পিং-মৃত মোকারম হোসেন, সাং-চিংড়া, থানা-কেশবপুর, জেলা-যশোর এর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। কামরুল মোল্লা উক্ত বাড়ীতে ভাড়া থাকা অবস্থায় হাদিউজ্জামান এর প্রতিবেশি মিজানুর রহমান, পিতা-মোজাহার আলী সরদার তার একটি এড়ে গরু বিক্রয় করতে চাইলে অভিযুক্ত কামরুল মোল্যা উক্ত গরুটি বিক্রয় করতে সহায়তা করে এবং ১ লাখ টাকায় বিক্রি করে দেয়। পরে সে ধার হিসেবে মিজান,মিলনসহ ওই এলাকার অনেকের কাছ থেকে বিভিন্ন কৌশলে নগদ টাকা মোবাইল নিয়ে স্ত্রীসহ পালিয়ে যায়। এঘটনায় কেশবপুর থানায় মামলা দায়ের করলে মামলাটির তদন্তর দায়িত্ব পিবিআইয়ের উপর পড়ে। পিবিআই কর্মকর্তা প্রতারক কামরুল মোল্লাকে গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করে। ৬ নভেম্বর রোববার আদালতে সে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দী দেন। #

আরো পড়ুন

সর্বশেষ