শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলের হাফ কিলোমিটার সড়ক স্বেচ্ছা শ্রমে সংস্কার করলেন রাসেল স্মৃতি সংসদ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:-
প্রধম শ্রেনীর পৌরসভা বেনাপোলের জরাজীর্ন প্রায় হাফ কিলোমিটার সড়ক স্বেচ্ছা শ্রমে সংস্কার
করলেন রাসেল স্মৃতি সংসদের কর্মিরাসহ সীমান্ত এলাকার গ্রামবাসি। যান ও মানুষ চলাচলে
অনুপযোগি হয়ে পড়া সড়কটি পুন নির্মানে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি।
জনগুরুত্বপূর্ন বানিজ্য নগরী বেনাপোলে লেগেছে আধুনিকতার ছাপ। যোগাযোগেও হয়েছে অমুল
পরিবর্তন। তবে সীমান্ত এলাকার বড়আচড়া পুটখালি সড়টির প্রবেশমুখ ব্যাবহার অনুপযোগি হয়ে
পড়েছে। এরক যুগধরে সড়কটিতে ছোট বড় গর্তের সৃষ্টি হয়ে যান ও মানুষ চলাচল ঝুকিপূর্ন হয়ে
পড়েছে। অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষের চলাচলে রাস্তাটি মেরামতে উদাসিন পৌর কর্তৃপক্ষ।
বেনাপোল পৌর এলাকার অনেক সড়ক নির্মান হলেও বিশেষ কারনে গুরুত্বপূর্ন সড়টি দেখার যেন কেহ
নেই। জীবনের ঝুকি নিয়ে চলছেন অনেকে। ফলে সরকারের সু দৃষ্টি কামনা করেছেন যাত্রী ও চালকেরা
সড়কটির বেহাল দশায় দুর্ভোগে পড়ছে পথচারি ও স্থানীয়রা-কাদা-পানি ও ধুলাকবালিতে অতিষ্ট
তারা-ভোগান্তি থেকে রক্ষায় স্বেচ্ছা রাস্তাটি সংস্কার করছেন গ্রামবাসি ও শেখ রাসেল স্মৃতি
সংসদ কর্মিরা।
মানুষের দুর্ভোগ কমাতে ও সরকারের সু দৃষ্টি কামনায় স্বেচ্ছা শ্রমে গ্রামবাসি ও শেখ রাসেল স্মৃসি
সংসদের সহযোগিতায় রাস্তায় ইট বালির সুড়কি ঢেলে ব্যাবহার অনুপযোগি করা হচ্ছে। ভোগান্তি থেকে
রক্ষায় সরকারের সহযোগিতা চান -সীমান্ত শেখ রাসেল-স্মৃসি সংসদ-বড়আচড়া সভাপতি ও সড়ক
সংস্কারে উদ্যোক্তা কামাল হোসেন। তার ব্যাক্কিগত অর্থদিয়ে বিভিন্ন এলাকা থেকে ভ্যানযোগে
ঘেস এনে মানষ চলাচলের ব্যাবস্থা করতে পেরে খুশি বলে জানান কামাল হোসেন।

আরো পড়ুন

সর্বশেষ