নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নিজ গ্রাম লোহাগড়া উপজেলার করফা গ্রামের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।
এছাড়া লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের পক্ষে এসব কম্বল বিতরণ করেন ৮ ফিল্ড রেজিমেন্ট আটিলারীর সিইও লেঃ কর্নেল নাজমুন নাহার। এ সময় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পদস্থ কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

