বেনাপোল সীমান্ত প্রতিনিধি
গোপালগঞ্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও নোয়াখালিতে গান্ধি আশ্রম ট্রাষ্ট পরিদর্শনে ভারতের ১১ সদস্যের প্রতিনিধিদল বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে এসেছে।
শনিবার সকালে ভারতের পেট্টাপোল বম্দর দিয়ে বেনাপোলে আসেন তারা। চেকপোষ্ট ইমিগ্রইমিগ্রেশনে পাসপোর্টের কার্যক্রম শেষে সাইকেল চালিয়ে রওনা দেন দলটি।
বেনাপোল ইমিগ্রইমিগ্রেশন ওসি মনিরুজ্জানা জানান, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানসহ বঙ্গবন্ধুর রওজা জিয়ারত ও নোয়াখালিতে গান্ধি আশ্রম ট্রাষ্ট পরিদর্শন করবেন তারা। ৫দিন ভ্রমন শেষে দেশে ফিরবে দলটি। দুইজন নারী সদস্য রয়েছে দলটিতে।

